ভোলায় অসহায় ও দুস্থদের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

ভোলায় অসহায় ও দুস্থদের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

ভোলায় অসহায় ও দুস্থদের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভোলায় ভাসমান, কর্মহীন, অসহায় ও বেদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী। জেলার বাসস্ট্যান্ড সংলগ্ন হ্যালি প্যাড এলাকায় শনিবার দুপুরে প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়। ত্রাণের মধ্যে ছিল চাল, চিনি, চিড়া ও স্যালাইন।

ভোলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন (এনডি) এসব ত্রাণ বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক ও নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ত্রাণ পেয়ে খুশি বেদে চুমকী বেগম, খালেদা আক্তার ও মেঘলা বেগম।

তারা জানান, টানা বৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে ঘর থেকে বের হতে পারছেন না। তাই আগের জমানো টাকা খরচ করে এতদিন পরিবারের সদস্যরা খেয়েছেন। এখন বৃষ্টির কারণে আয় না থাকায় কয়েক দিন ধরে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। তবে নৌবাহিনীর সদস্যরা তাদের কথা চিন্তা করে ত্রাণ দেন। এতে খুশি তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।