অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। ভারত-নেপাল সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন এক সিনিয়র কর্মকর্তা।

দ্য হিন্দুর প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সশস্ত্র সীমা বল (এসএসবি) নামে একটি বাহিনীর কমান্ডার শংকর সিং জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া ভারত পার হয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে আহমেদ রুবেল ও মোহাম্মদ খোকন দুই বাংলাদেশিকে আটক করা হয়।

শংকর সিং আরও জানিয়েছেন, বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা উত্তর প্রদেশের বারগাদওয়া সীমান্ত এলাকা হয়ে নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের স্থানীয় পুলিশের কাছের হস্তান্তর করা হয়েছে।

এদিকে বুধবার (৪ সেপ্টেম্বর) আসামের করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়। তবে তাদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

রাজ্যের মুখমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে বলেন, ‘পাঁচ বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে এবং গভীর রাতে তাদের ফেরত পাঠানো হয়েছে।

হিমন্ত বিশ্বশর্মার টুইটের তথ্য মতে, আটক হওয়া ওই পাঁচ বাংলাদেশি হলেন আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি ও আক্তার।’ আসামের মুখ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর আসাম পুলিশ ৫০ জন অনুপ্রবেশকারীকে আটক করে ফেরত পাঠিয়েছে।

এর আগে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরায় দুই রোহিঙ্গা ও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত রোববার (১ সেপ্টেম্বর) তাদের আটক করার বিষয়টি জানায় দেশটির রেলওয়ে পুলিশ।

পুলিশের বরাতে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের দুটি ভিন্ন ভিন্ন এলাকা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিক ও দুই রোহিঙ্গাকে আটক করা হয়। বৈধ কাগজপত্র ছাড়াই তারা ত্রিপুরায় প্রবেশ করেছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।