ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যভিত্তিক ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলোর লাগাতার হামলার জেরে, অবশেষে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন ও বাগদাদ। সমঝোতা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৬ সালের মধ্যে সব সেনা ইরাক ত্যাগ করবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হলেও সরকারগুলোর পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এখন শুধু সেনা প্রত্যাহারের ঘোষণা বাকি রয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই এ সংক্রান্ত যৌথ ঘোষণা দেয়ার কথা থাকলেও গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা ও আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

ইরাকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফরহাদ আলাউদ্দিন বলেন, ওয়াশিংটনের সঙ্গে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী প্রত্যাহার বিষয়ক কৌশলগত আলোচনা শেষ হয়েছে।

তিনি আরও বলেন, ইরাক আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এসব দেশের সঙ্গে বাগদাদ এখন সামরিক, নিরাপত্তাগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।

বর্তমানে ইরাকের মার্কিন ঘাঁটিতে যৌথ বাহিনীর আড়াই হাজারের বেশি সেনা রয়েছে। গেলো বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘাতের পর থেকে, মধ্যপ্রাচ্যভিত্তিক ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলো মার্কিন ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এর জেরেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।