জেএসএস (এম এন লারমা) নেতা বিভু রঞ্জন চাকমার মৃত্যু

জেএসএস (এম এন লারমা) নেতা বিভু রঞ্জন চাকমার মৃত্যু

জেএসএস (এম এন লারমা) নেতা বিভু রঞ্জন চাকমার মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এম এন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি -জেএসএস (সংস্কার) এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক, প্রবীণ নেতা বিভু রঞ্জন চাকমা (৭৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানকি সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মেডিকেল সেন্টার হসপিটাল, চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এক বিবৃতিতে জেএসএস (সংস্কার) জানিয়েছে, তাঁর প্রয়াণে জুম্ম জনগণ একজন সদা নিবেদিত, আদর্শবান ও নিঃস্বার্থ বন্ধুকে হারিয়েছে।

May be an image of text

সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা স্বাক্ষরিক বিবৃতিতে জানানো হয়, বিভু রঞ্জন চাকমার প্রয়াণে পিসিজেএসএস গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছে। পিসিজেএসএস এবং জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের আন্দোলনে বিভু রঞ্জন চাকমার মহান অবদান ও আত্মত্যাগকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

এদিকে, তার মৃত্যুতে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।