ভারতে ২ সেনা কর্মকর্তাকে বেধড়ক মারধর, মেয়ে বন্ধুকে গণধর্ষণের অভিযোগ

ভারতে ২ সেনা কর্মকর্তাকে বেধড়ক মারধর, মেয়ে বন্ধুকে গণধর্ষণের অভিযোগ

ভারতে ২ সেনা কর্মকর্তাকে বেধড়ক মারধর, মেয়ে বন্ধুকে গণধর্ষণের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই তরুণ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে লাঞ্ছিত এবং তাদের এক বান্ধবীকে বন্দুকের মুখে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গেল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশ এরইমধ্যে দুই হামলাকারীকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজনের অপরাধমূলক রেকর্ড পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ওই দুই সেনা অফিসার ইন্দোরের কাছে মহউ আর্মি কলেজে প্রশিক্ষণরত। দুই বান্ধবীর সঙ্গে তারা ঘটনার দিন বিকেলে ছোটি জ্যামের ফায়ারিং রেঞ্জের কাছে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন।

এসময় পিস্তল, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হঠাৎ আট ব্যক্তি তাদের ঘিরে ফেলে। তারা সেনা অফিসার ও তাদের বন্ধুদের মারধর করে এবং তাদের টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেয়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আক্রমণকারীরা একজন অফিসার এবং একজন নারীকে জিম্মি করে এবং অন্য অফিসার ও আরেক নারীকে মুক্তিপণের জন্য ১০ লাখ রুপি আনতে বলে।

আতঙ্কিত হয়ে ওই সেনা অফিসার দ্রুত তার ইউনিটে ফিরে আসেন এবং তার কমান্ডিং অফিসারকে বিষয়টি জানান। পরে ওই কমান্ডিং অফিসার দ্রুত পুলিশকে সতর্ক করেন।

এরপর পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলেও গাড়িতে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী চারজনকেই সকাল সাড়ে ৬টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য মহউ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ কর্মকর্তা লোকেন্দ্র সিং হিরোর বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে ওই চারজনের মধ্যে এক নারী ধর্ষণের শিকার হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।