ফিলিস্তিনি হামলায় ভারতীয় ইসরায়েলি সেনার মৃত্যু
নিউজ ডেস্ক
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গাড়ি হামলায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় ইসরায়েলি সেনা। গেরি গিদিয়ন হাংহাল নামের এই সেনা কাফির ব্রিগেডের নাসোন ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ২০২০ সালে ভারত থেকে ইসরায়েলে যান হাংহাল। তিনি ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের বাসিন্দা ছিলেন। ইসরায়েলে গিয়ে বনেই মেনেশে গোত্রের সঙ্গে থাকতেন তিনি।
বনেই মেনেশের মানুষরা মূলত ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যের বাসিন্দা। বলা হয়ে থাকে এই গোত্রের লোকজন এক সময় ইসরায়েলি উপজাতিভুক্ত ছিলেন।
২০০৫ সালে ইহুদিদের তৎকালীন প্রধান ধর্মগুরু সোলোমো আমের এসব ভারতীয়দের হারিয়ে যাওয়া মানেশা গোত্রের সদস্য হিসেবে ঘোষণা করেন। এতে করে এই গোত্রের মানুষের ইসরায়েলে যাওয়ার পথ সুগম হয়।
বনেই মেনেশে গোত্রের প্রায় ৫ হাজার মানুষ ইতিমধ্যে ইসরায়েলে চলে গেছেন। এরমধ্যে গত পাঁচ বছরে গেছেন ১ হাজার ৫০০ জন। এই গোত্রের আরও ৫ হাজার সদস্য ভারত থেকে ইসরায়েলে যাওয়ার অপেক্ষায় আছেন।
এদিকে হামলার ঘটনার একটি ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনের লাইসেন্সধারী একটি ফুয়েল ট্রাক ইসরায়েলি সেনাদের চৌকিতে সজোরে ধাক্কা মারছে। ওই ট্রাকটি দিয়ে ইসরায়েলি সেনাদের চাপা দেন হাইল দাইফাল্লা নামের এক ফিলিস্তিনি।
গত দুই সপ্তাহে পশ্চিম তীরের বেশ কয়েকটি জায়গায় সামরিক আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলের সেনারা। এরপরই পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় আত্মঘাতীসহ বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।