রাশিয়ান আর্মি থেকে ফিরলেন ছয় ভারতীয়

রাশিয়ান আর্মি থেকে ফিরলেন ছয় ভারতীয়

রাশিয়ান আর্মি থেকে ফিরলেন ছয় ভারতীয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া ৪৫ জন ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ছয়জন দেশে ফিরেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের পরেই তাদের মুক্তি মিলেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার দেশে ফেরা ছয়জনের মধ্যে তিনজন কর্ণাটকের বাসিন্দা। একজন তেলেঙ্গানার, একজন কাশ্মীরের ও আরেকজনের বাড়ি কলকাতায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানিয়ে বলেছেন, প্রায় ৫০ জন ভারতীয় এখনও যুদ্ধক্ষেত্রে আটকে রয়েছে। তাদেরও মুক্তির চেষ্টা চলছে।

নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মস্কো সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেসব ভারতীয়দের ভুল বুঝিয়ে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে।

ওইসব ভারতীয়রা দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে ভারতীয় কর্মকর্তারা মনে করছেন।

মুক্তি পাওয়া তেলঙ্গানার বাসিন্দা মুহাম্মদ সুফিয়ানের ভাই সাইয়েদ সালমান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, চাকরির কথা বলে প্রতারণার মাধ্যমে ওইসব ভারতীয়দের রাশিয়ায় নিয়ে যুদ্ধে নিয়োজিত করা হয়।

গত নভেম্বরে হায়দ্রাবাদের বাসিন্দা মুহাম্মদ আফসান যুদ্ধক্ষেত্রে নিহত হন। এ খবর চাউর হওয়ার সঙ্গে হৈচৈ পড়ে যায়।

সুফিয়ান নামের আরেক ভারতীয় কাজ করতেন দুবাইয়ে। সেখান থেকে তাকে রাশিয়ায় উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে মস্কোতে নেয়া হয়। এরপর জোর করে রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।