মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা ৭৪, নিখোঁজ ৮৯

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা ৭৪, নিখোঁজ ৮৯

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা ৭৪, নিখোঁজ ৮৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টাইফুন ইয়াগির ফলে সৃষ্ট বন্যায় মিয়ানমারে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮৯ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইটের বরাত দিয়ে ভারতের নিউজ১৮ এ খবর জানিয়েছে।

সপ্তাহখানেক আগে অত্যন্ত শক্তিশালী সামুদ্রিক ঝড় টাইফুন এশিয়ার বিভিন্ন দেশে আছড়ে পড়ে। এর মধ্যে মিয়ামনার অন্যতম। মিয়ানমারে টাইফুনের কারণে সৃষ্ট বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা ৭৪ জনে উন্নীত হয়েছে এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮৯ জন।

খবরে বলা হয়, মিয়ামারের সামরিক জান্তা বন্যা মোকাবিলায় বিদেশের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে, যা এর আগে সাধারণত ঘটেনি।

দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। টাইফুনের আঘাতে বন্যা ছাড়াও মিয়ানমারে ভূমিধসের ঘটনা ঘটেছে।

জানা গেছে, বন্যায় ৫টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে অন্তত ৬৫ হাজার মানুষ ভিটেমাটি ছাড়া হয়েছেন। ভূমিধসের কারণে রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইন্টারনেট সংযোগও পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।

বন্যায় মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডে মোট ৩শ ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।