মণিপুরে কুকি ন্যাশনাল আর্মির সদস্য আটক, অস্থিরতার পেছনে বিদেশিদের হাত আছে; দাবি মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং। এমনকি এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেফতার হওয়া একজন বিদেশির কথাও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ইমফলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সহিংসতার ঘটনায় সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসাম রাইফেলস। ওই ব্যক্তি কুকি ন্যাশনাল আর্মির (বার্মা) ক্যাডার বলে জানা যায়। সশস্ত্র গোষ্ঠীটির আরেক নাম কেএনএ–বি। পরে জানা যায়, ওই ব্যক্তি মিয়ানমানের নাগরিক। এ ঘটনার জেরেই এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
ভারতের মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে ইমফলে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী এন. বিরেন। তিনি বলেন, সহিংসতার শুরুতে মণিপুরের একটি বড় অংশ বিশ্বাস করতে পারেননি এটি বিদেশিদের কাজ। এবার তো বোঝা গেল। এ সময় বিদেশি চক্রান্তকারী ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের গ্রেফতারে আসাম রাইফেলসের প্রশংসা করেন তিনি।
এন, বিরেন সিং বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে আমি বারবার এ কথা বলে আসছি যে, এই চলমান সংকটে বিদেশিদের মদদ রয়েছে। তারা এখানে রসদ যোগাচ্ছে।’
এদিকে, রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত থাকায় রাজ্য সরকার পূর্ব ও পশ্চিম ইমফাল, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং জেলায় ২০ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বন্ধ রাখার ছয়দিন পর পাঁচ জেলায় চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।