ইয়াগি’র আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত ৩ দেশে ত্রাণ পাঠালো ভারত
 
                 
নিউজ ডেস্ক
ঘূর্ণিঝড় ‘ইয়াগি’র আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত তিন দেশ- মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সুপার টাইফুন ‘ইয়াগি’র প্রভাব মোকাবিলার জন্য তিন দেশে ‘সদ্ভাব’ নামে একটি অপারেশনের অধীনে জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত।
ইয়াগির আঘাতে মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। চলতি বছরে ‘সবচেয়ে শক্তিশালী’ এই ঘূর্ণিঝড় এশিয়ার এ তিন দেশে আঘাত হানে।
ত্রাণ সহায়তার বিষয়ে এস জয়শঙ্কর বলেছেন, ভারতীয় একটি নৌজাহাজে করে মিয়ানমারে শুকনো রেশন, পোশাক এবং ওষুধসহ ১০ টন ত্রাণ পাঠানো হয়েছে। আর ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমান ভিয়েতনামে ৩৫ টন সাহায্য এবং লাওসে ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে।
জয়শঙ্কর বলেন, ভিয়েতনামের জন্য পানি পরিশোধন ওষুধ, পানির পাত্র, কম্বল, রান্নাঘরের পাত্র, সৌর লণ্ঠনসহ ১০ টন ত্রাণ এবং লাওসের জন্য জেনসেট, পানি পরিশোধন ওষুধ, স্বাস্থ্যবিধি সামগ্রী, মশারি, কম্বল এবং স্লিপিং ব্যাগসহ ১০ টন ত্রাণ যাচ্ছে।
তিনি বলেন, টাইফুন ‘ইয়াগি’তে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রদর্শন করে মিয়ানমার, ভিয়েতনাম এবং লাওসে সাহায্য পাঠাচ্ছে ভারত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
