চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন সহায়তা প্রদান করলো সেনাবাহিনী
নিউজ ডেস্ক
ভারদের ডুম্বর বাঁধের পানি আর হালদার বাঁধ ভেঙে অব্যাহত ঢলে দেশের বিভিন্ন স্থানের মতো স্মরনকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা। গত ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বন্যার শুরু থেকেই আর্ত-মানবতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা ফটিকছড়িতে বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দূর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এর ফলে এই উপজেলায় বন্যা দূর্গতদের ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের সেনা সদস্যরা।
এরই ধারাবাহিকতায় ফটিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের পূনর্বাসন কার্যক্রম পরিদর্শনে যান সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।
এদিন পূনর্বাসন কার্যক্রমে ৬০টি ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারের মাঝে কৃষিপন্য সার ও ধানের বীজ, ধানের চারা, বাসস্থান নির্মানের জন্য ঢেউ টিন, অসহায় মহিলাদের সাবলম্বী করতে সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণ করা হয়।
এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় প্রায় ৫০০ জনকে এক টাকার বাজারের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর পাশাপাশি গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ৮০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
পূনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে রিজিয়ন কমান্ডার স্থানীয় জনগন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি আশ্বাস প্রদান করেন, বন্যার্তদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহানসহ অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ, বিদ্যানন্দ ফাউন্ডেনের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূনর্বাসন সুবিধাপ্রাপ্ত পরিবার সমূহ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৫ আগষ্ট রবিবার চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা পরবর্তীতে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। পরিদর্শনের সময় ১২’শ জন বন্যাদুর্গত মানুষের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিন গুইমারা রিজিয়নের একটি মেডিকেল টিম দ্বারা বিনামূল্যে বন্যাদূর্গত এলাকার ৭০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।