বিক্ষোভের পর শ্রীলঙ্কায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে
![]()
নিউজ ডেস্ক
শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন জনগণ। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর অনুষ্ঠিত হওয়া প্রথম নির্বাচন এটি। স্থানীয় সমম শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাতটায় শুরু হয়েছে ভোট গ্রহণ। শেষ হবে বিকেল চারটায়। ভোট দিচ্ছেন এক কোটি ৭০ লাখের বেশি ভোটার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
২০২২ সালে ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্যে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর প্রথমবারের মতো নতুন নেতা বাছাইয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তাই এই ভোটকে মূলত দেশের অর্থনৈতিক সংস্কারের ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য হলো দেশকে পুনরুদ্ধারের পথে নিয়ে যাওয়া।
নির্বাচনে অংশ নিয়েছেন মোট ৩৯ প্রার্থী। অবশ্য নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর এক প্রার্থী মারা যান। তবে মূল প্রতিদ্বন্দ্বতায় চার প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।