মানববন্ধনে যেতে অনীহা, রাঙামাটিতে গ্রামবাসীদের নির্যাতনের অভিযোগ ইউপিডিএফ’র বিরুদ্ধে
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ের বিভিন্ন স্থানে প্রায়শই নিরীহ গ্রামবাসীকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক রাষ্ট্র ও রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন-সমাবেশে যেতে বাধ্য করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দলগুলো। এরই ধারাবাহিকতায় গতকাল রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার গ্রামবাসীদের ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজারে একটি মানববন্ধন করার চেষ্টা করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন সন্ত্রাসী দল ইউপিডিএফ।
পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা জোর-জবরদস্তি করে গ্রামবাসীকে মানববন্ধনে নিতে চাইলে অনেকেই অনীহা প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে ৪ নিরীহ উপজাতি গ্রামবাসীকে মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
মারধরের শিকার গ্রামবাসীরা হলেন, ঘাগড়া ইউনিয়নের জনুমাছড়া গ্রামের মজা চাকমার ছেলে ধন চাকমা (৪০), রাম মোহন চাকমার ছেলে জগদীশ চাকমা (৫৫), লূপমনি চাকমার ছেলে আবেল চাকমা (২৫) এবং জগদীশ চাকমার ছেলে হিমেল চাকমা।
স্থানীয় একটি সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর রবিবার সকাল পৌনে এগারটার দিকে ইউপিডিএফ সদস্যরা প্রায় তিন শতাধিক লোকজনকে জোরপূর্বক ঘাগড়া বাজারে নিয়ে মানববন্ধন করার চেষ্টা করে। এজন্য ইউপিডিএফ সদস্যরা কাউখালি সদরসহ বাদলছড়ি, ঘিলাছড়ি, পানছড়ি থেকে প্রায় তিন শতাধিক জুম্মকে জোরপূর্বক নিয়ে এসে জনুমাছড়া গ্রামে জড়ো করে।
এসময় গ্রামের কার্বারি সহ গ্রামবাসীরা বিরাজমান পরিস্থিতির কথা বিবেচনা করে তারা কর্মসূচী করতে পারবে না বলে ইউপিডিএফকে সাফ জানিয়েছে। ফলে গ্রামবাসীদের বাধার মুখে ওই মানববন্ধন আয়োজন সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ইউপিডিএফ সদস্যরা উক্ত ৪ গ্রামবাসীকে মধ্যযুগীয় কায়দা মারধর করে সেখান থেকে চলে যায় বলে জানা যায়।
এসময় গ্রামবাসীদের নির্যাতনে নেতৃত্ব দেয় ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও রাঙামাটির কাউখালি শুকনাছড়ি গ্রামের রশিদ কুমার চাকমার ছেলে রবি চন্দ্র চাকম (৫০)। এসময় তার সাথে ইউপিডিএফের পরিচালক ও নানিয়াচরের বড় পুল পাড়ার বিদ্যা রঞ্জন চাকমা(৪৬), সামরিক বিভাগ প্রধান ও কাউখালীর কজইছড়ির কান্তি চাকমাও (৪৭) গ্রামবাসীকে মারধর করেন।
এ ঘটনায় সাধারণ পাহাড়িদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা জানান, ইউপিডিএফ জনগণের অধিকারের কথা বলে নিজেদের স্বার্থ উদ্ধারে কাজ করছে।সাধারণ গ্রামবাসীর উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাহাড়িরা। তারা ইউপিডিএফকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আহ্বান জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
