সেনা পাহারায় সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

সেনা পাহারায় সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

সেনা পাহারায় সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রায় ৪ দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার কিছু পরে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, আজ সকালে সেনাবাহিনীর স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।

একটি সূত্র জানায়, আজ সকাল ৭টায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় সাজেকে আটকা পড়া পর্যটকবাহী পিকআপ-চাঁদের গাড়ি সহ অনান্য ১১২টি, সিএনজি ২৩টি ও মোটরসাইকেল ১০৯টি সাজেক থেকে নেমে আসতে শুরু করে।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বর্তমানে গাড়িগুলো মাচালং বাজারে বিরতিতে আছে। একটু পর সেখান থেকে খাগড়াছড়ি চলে আসবে। আশা করছি সব গাড়ি নিরাপদে পৌঁছে যাবে।

উল্লেখ্য, ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।