আখাউড়ায় বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের আর্থিক ও খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্ত কৃষকের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। কৃষকদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে রবিশস্য ও নগদ টাকা দেওয়া হয়। একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে টিন ও নগদ টাকাও বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের পাশে বন্যায় ক্ষতিগ্রস্ত কুলসুম বেগমের বাড়িতে যাওয়া হয়।
সেনা কর্মকর্তারা এ সময় কুলসুম বেগমের কাছ থেকে তার সমস্যার কথা শোনেন এবং টিন ও নগদ টাকা বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ মাঠে ২০০ জন কৃষকের মাঝে রবিশস্যের বিজ এবং নয়টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ টাকা দেওয়া হয়।
এসময় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা পেয়ে উপকারভোগীরাও খুব খুশি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।