পিডিএফ ফোর্সের অতর্কিত হামলায় মিয়ানমারে ৫০ সেনা নিহত
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের প্রতিরোধ গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফের অতর্কিত হামলায় প্রায় ৫০ জন জান্তা সেনা নিহত হয়েছে। এ ছাড়া, ৪০ সেনাকে আটক করেছে পিডিএফ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী।
মিয়ানমারের মধ্যাঞ্চলের সিপাউ গ্রামে প্রায় ১২০ জন জান্তা সেনার অবস্থানে সম্প্রতি এ হামলা চালায় পিডিএফ ও স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী। পরে জান্তা সেনাদের হত্যা ও আটকের দাবি করে বিদ্রোহীরা।
বিদ্রোহীদের এ দাবি যাচাই করতে পারেনি ইরাবতী। তবে পিডিএফের দেওয়া ভিডিও ফুটেজে বেশ কয়েকজন নিহত জান্তা সেনা ও তাদের অস্ত্র দেখা গেছে।
ইরাবতী বলছে, মিয়ানমারের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো এমন হামলার শিকার হয়েছে সামরিক বাহিনী। বিদ্রোহীদের এই অভিযানে ২ জন প্রতিরোধ যোদ্ধা ও ১ জন বেসামরিক নিহত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।