খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা জরিমানা
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটার দায়ে মো. নজরুল ইসলাম (৪৯) নামের স্থানীয় একজনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার বড় মেরুং এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
মো. নজরুল ইসলাম বড় মেরুং এলাকার করিম বক্সের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার পারভীন।
তিনি জানান, পাহাড়ের মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত নজরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
