খার্তুমের কেন্দ্রীয় বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২৩

খার্তুমের কেন্দ্রীয় বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২৩

খার্তুমের কেন্দ্রীয় বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে দেশটির সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ হামলায় গুরুতর আহত হয়েছেন ৪০ জনেরও বেশি সুদানি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খার্তুমের স্থানীয় স্বেচ্ছাসেবকদের নেটওয়ার্ক সাউদার্ন বেল্ট ইমার্জেন্সি রুম রোববার এক ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার বিকেলে খার্তুমের কেন্দ্রীয় বাজারে সামরিক বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

বাজার এলাকার প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওই পোস্টে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

খার্তুমের কেন্দ্রীয় বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২৩

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বাজারটি সুদানের রাজধানীর একটি প্রধান ক্যাম্পের কাছাকাছি যেখানে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সাথে দেশটির সামরিক বাহিনী লড়াই করছে। সুদানের গৃহযুদ্ধে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে।

গেলো শুক্রবার থেকে খার্তুমের আশেপাশের এলাকায় ভয়ংকর লড়াই শুরু হয়েছে। এসব এলাকার বেশিরভাগই আরএসএফ নিয়ন্ত্রিত। সুদান সেনাবাহিনী খার্তুমের কেন্দ্র এবং দক্ষিণে হামলা অব্যাহত রেখেছে।

এদিকে দেশটির সামরিক বাহিনী নিকটবর্তী ওমদুরমান থেকে খার্তুমের দিকে অগ্রসর হচ্ছে, এর ফলে শনিবার থেকে সেখানে সংঘর্ষ চলছে।

এর আগে গেলো বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। আরএসএফ প্রথম রাজধানী খার্তুমে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হয়।

রাজধানী শহরের নিয়ন্ত্রণ নেয় আরএসএফ। খার্তুম থেকে আরএসএফকে সরিয়ে দিতে নিয়মিত বিমান হামলা শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।

সুদানে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু সংগঠন দাবি করেছে এ সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে। রাজধানী খার্তুমসহ সুদানজুড়ে লাখ লাখ মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।