পাহাড়বাসীকে সংঘাত পরিহার করে সম্প্রীতির পথে চলার আহ্বান চট্টগ্রামের জিওসির
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে সংঘাত পরিহার করে সবাইকে সম্প্রীতির পাহাড় গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।
দেশকে ভবিষ্যতে সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্যদিয়ে ঐতিহাসিক পদচারণার সূচনা হয়েছে। জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে।
পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পাহাড়ে সম্প্রতি ঘটে যাওয়া সংঘাত আমরা দেখিছে, মোকাবিলাও করেছি।’
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপরে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এদিন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের বিভিন্ন সময়ের কাজের ঐতিহাসিক অবদানের দিকগুলোও তুলে ধরেন।
চাকুরীজীবনে খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি, খাগড়াছড়ি রিজিয়নের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন রাজনীতিক-সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে তিনি সবাইকে নিয়ে প্রীতিভোজে অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।