দীঘিনালায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

দীঘিনালায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

দীঘিনালায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনানিবাসে ৩শ মিটার ক্ষুদ্রাস্ত ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করা হয়েছে।

ভার্চুয়াল টেলি কনফারেন্স (ভিটিসি)র মাধ্যমে এ ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন থেকে তিনি ভিটিসিতে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন।

ভিটিসির মাধ্যমে দীঘিনালা সেনানিবাসে ১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে ৪ ইস্ট বেঙ্গল (বেবি টাইগার্স) এর ব্যবস্থাপনায় নির্মিত ৩০০ মিটার ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ উদ্বোধনকালে দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান, ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) মেজর মো. মোস্তাকিন, জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, ক্যাপ্টেন হাসনাইন আলভী সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০০ মিটারের এই ফায়ারিং রেঞ্জটি পাহাড়ি এলাকার সকল সেনা ইউনিট সমূহের প্রশিক্ষণের মান উন্নয়ন করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *