দীঘিনালায় ত্রিপুরা যুবক হত্যা, অভিযুক্ত দুজনকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

দীঘিনালায় ত্রিপুরা যুবক হত্যা, অভিযুক্ত দুজনকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

দীঘিনালায় ত্রিপুরা যুবক হত্যা, অভিযুক্ত দুজনকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় স্বর্ণকুমার ত্রিপুরা হত্যা মামলার দুই আসামিকে গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। তারা হলেন—উপজেলার চাপ্পাপাড়া এলাকার ফিগিরিক চাকমার ছেলে জোনাল চাকমা (২৬) ও একই এলাকার বীরসেন ত্রিপুরার ছেলে তাতিময় ত্রিপুরা (৩৫)।

শুক্রবার (১৮ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া। তিনি বলেন, ‘জোনাল চাকমা ও তাতিময় ত্রিপুরা নামে দুই যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। পরে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে তারা।’

এর আগে, গত ১৪ অক্টোবর দিবাগত রাতে দীঘিনালা সদরের পোমাংপাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরাকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। দুই সন্তানের জনক স্বর্ণ কুমার ত্রিপুরা ওই এলাকার মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। পেশায় তিনি একজন বাবুর্চি ছিলেন।

পরদিন ১৫ অক্টোবর নিহতের স্ত্রী মিতারানী ত্রিপুরা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।