টেকনাফে মিয়ানমার থেকে আনা বিপুল গোলা-বারুদ উদ্ধার, আটক ১

টেকনাফে মিয়ানমার থেকে আনা বিপুল গোলা-বারুদ উদ্ধার, আটক ১

টেকনাফে মিয়ানমার থেকে আনা বিপুল গোলা-বারুদ উদ্ধার, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বিপুল গোলা-বারুদসহ মো. শফিউল আলম (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (২০ অক্টোবর) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়।

এসময় মিয়ানমার থেকে আনা ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেট বোম্ব, দুটি গ্রেনেড ও একটি কম্পাস উদ্ধার করা হয়।

মো. শফিউল আলম টেকনাফে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদে ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেট বোম্ব, দুটি গ্রেনেড ও একটি কম্পাস উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।