চৌদ্দগ্রামে যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নাজিম আটক

চৌদ্দগ্রামে যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নাজিম আটক

চৌদ্দগ্রামে যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নাজিম আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের চিহ্নিত সন্ত্রাসী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এম কে নাজিম উদ্দিন ভুঁইয়াকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। নাজিম উদ্দিন উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের মরহুম ডাঃ সামছুল আলমের ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন যৌথ বাহিনীর অভিযানিক টিম। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, যৌথ বাহিনী কর্তৃক নাজিম উদ্দিনককে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত আনুমানিক ২ঘটিকায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্যদের সংঘঠিত হওয়ার খবর পায়। এসময় যৌথ বাহিনীর একটি টিম পন্নারার গ্রামের বাড়ি থেকে নাজিম উদ্দিনকে আটক করে। আটককৃত নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত এক সপ্তাহ ধরে সে এলাকার সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

তার গ্রেফতারের খবরে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।