কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সেনাবাহিনীর নগদ সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার বিকালে উপজেলা সদরের মডেল মসজিদস্থ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার ১১টি পরিবারকে পুর্নবাসন বাবদ ৪ হাজার ও ২টি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্থ এসব পরিবারের হাতে এ অর্থ তুলে দেন উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আমিন।
এ সময় ক্যাপ্টেন রেজওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলীসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী ঢেউটিন, গোখাদ্য ও ত্রাণ সহায়তা দিয়ে এ এলাকার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।