বান্দরবানে চলছে অ‌নি‌র্দিষ্টকা‌লের প‌রিবহন ধর্মঘট - Southeast Asia Journal

বান্দরবানে চলছে অ‌নি‌র্দিষ্টকা‌লের প‌রিবহন ধর্মঘট

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য প‌রিবহন মা‌লিক ঐক্য প‌রিষ‌দের আহবা‌নে ৯ দফা দাবী বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে বান্দরবা‌নে অ‌নি‌র্দিষ্ট কা‌লের প‌রিবহন ধর্মঘট চল‌ছে। ধর্মঘ‌টের কার‌ণে র‌বিবার (৮ সে‌প্টেম্বর) সকাল থে‌কে কোন ধর‌ণের দূর পাল্লার যাত্রীবাহী বাস ছে‌ড়ে যায়‌নি। এ‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে দূর পাল্লার যাত্রী ও সাধারণ পর্যটকরা। ত‌বে মা‌ঝে ম‌ধ্যে সিএন‌জি, মা‌হিন্দ্র ও জীপ চলাচল কর‌ছে।

যাত্রী‌ ও পর্যট‌কের অ‌ভি‌যোগ, কোন প্রকার আগাম ঘোষণা ছাড়াই অ‌নি‌র্দিষ্টকালের এ ধর্মঘ‌টের কার‌ণে আমরা বাস‌স্টেশন এ‌সে আটকা প‌ড়ে‌ছি। আ‌গে থে‌কে জানা‌নো হ‌লে আজ আমা‌দের ভোগা‌ন্তি হতো না।

শ্যামলী কাউন্টার ম্যা‌নেজার ‌বেলাল জানান, বান্দরবান শহ‌রে সকাল থে‌কে পূরবী ও পূবার্ণীসহ কোন ধর‌ণের বাস ছে‌ড়ে যা‌চ্ছেনা। ত‌বে বিষয়‌টি আমাদেরও জানা ছিলনা।

৯‌ দফা দাবিগুলো হচ্ছে ১। পণ্য ও পণ্য প‌রিবহ‌ণের কাগজ পত্র হালনাগাদ করার জন্য জ‌রিমানা মওকুফ কর‌তে হ‌বে। জ‌রিমানা মওকু‌ফের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাগজপত্র যাছাই বাছাইয়ের না‌মে হয়রানী বন্ধ কর‌তে হ‌বে। ২। বিআর‌টিএ ও জেলা ম্যা‌জি‌স্ট্রেট কর্তৃক ভোক্তা অ‌ধিকার আইন প্র‌য়োগ ক‌রে গণ ও পণ্য প‌রিবহ‌নে কোন জ‌রিমানা আদায় করা যা‌বেনা। হাইও‌য়ে ও থানা পু‌লিশ কর্তৃক গাড়ী জব্দ ও রিকুই‌জিশন করা যা‌বেনা। ৩। চট্টগ্রাম মে‌ট্রো এলাকায় গাড়ীর ই‌কোন‌মিক লাই‌ফের অজুহাত দে‌খি‌য়ে ফিট‌নেস ও পার‌মিট নবায়ণ বন্ধ রাখা যা‌বেনা। ৪। ট্রা‌ফিক পু‌লিশ কর্তৃক যা‌ন্ত্রিক ত্রু‌টিযুক্ত গা‌ড়ী ছাড়া অন্য‌কোন অজুহাত দে‌খি‌য়ে গণ ও পণ্য প‌রিবহণ বা ডা‌ম্পিং করা যা‌বেনা। ড্রাইভার কর্তৃক চা‌লিত গাড়ীর রেকার ভাড়া আদায় করা যা‌বেনা। ৫। সহজ শ‌র্তে চালক‌দের ড্রাই‌ভিং লাই‌সেন্স প্রদান কর‌তে হ‌বে। কাগজপত্র হালনাগা‌দের ক্ষে‌ত্রে বিআরটিএ এর কার্যক্র‌মে ভোগা‌ন্তি বন্ধ কর‌তে হ‌বে। ৬। বৃহত্তর চট্টগ্রাম বিভা‌গের সড়ক ও মহাসড়‌কে গ্রাম সিএন‌জি ও মে‌ট্রো সিএন‌জি চলাচ‌লের ক্ষে‌ত্রে আর‌টি‌সি এর সিদ্ধান্ত কার্যকর কর‌তে হ‌বে। ৭। ঢাকা চট্টগ্রা‌মের মহাস‌ড়‌কে স্থাপিত ওয়ে স্কেল দু‌টি প‌রিচালনার দা‌য়িত্ব ব‌াংলা‌দেশ সেনাবা‌হিনী‌কে দি‌তে হ‌বে। ৮। মহাসড়‌কে পণ্য চুরি/ডাকা‌তি রোধ ক‌ল্পে বর্তমান আই‌নের প‌রিবর্তণ ঘ‌টি‌য়ে নতুন আইন প্রনয়ণ কর‌তে হ‌বে। ৯। মহাসড়ক ও মে‌ট্রো শহর এলাকায় গণ ও পণ্য প‌রিবহণ যত্রতত্র দাড় ক‌রি‌য়ে চে‌কিং এর না‌মে হয়রা‌নি বন্ধ ক‌রে নি‌র্দিষ্ট দু‌টি স্থা‌নে চে‌কিং প‌য়েন্ট নির্ধারণ করার দা‌বি জানান।