যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দু’জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
যশোরে একটি বন্দুক ও বেশকিছু ধারালো অস্ত্রসহ চিহ্নিত দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।
আটক দু’জন হলেন- বারান্দি মোল্যাপাড়ার সিরাজুল ইসলাম সিরার ছেলে রিয়াজুল ইসলাম সেতু (৩৫) ও সিয়ামুল ইসলাম সীমান্ত (২২)।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শহরের বারান্দি মোল্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দু’জনকে আটক করা হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বারান্দি মোল্যাপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে তার দুই ছেলের হেফাজত থেকে একটি দেশি একনলা বন্দুক, পাঁচটি চাইনিজ কুড়ালসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।