খাগড়াছড়িতে ভারত থেকে আনা ১৬ বোতল মদসহ বিজিবির হাতে মাদক ব্যবসায়ী আটক
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্ত ব্যবহার করে ভারত থেকে অবৈধ পথে আনা ১৬ বোতল মদসহ হ্লাপ্রু মারমা (১৮) নামের এক মারমা যুবককে আটক করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
গতকাল সোমবার (৪ নভেম্বর) রামগড় ব্যাটালিয়ন অধিনস্ত মহামুনি বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
সূত্র বলছে, হ্লাপ্রু মারমা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে মহামুনিপাড়া এলাকার মৃত মংখিও মারমার ছেলে।
জানা গেছে, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মরত সুবেঃ মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত মহামুনিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৬ বোতল ভারতীয় মদসহ হ্লাপ্রু মারমা নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় মদসহ আটকৃত আসামী হ্লাপ্রু মারমাকে রামগড় থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হ্লাপ্রু মারমাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, যে কোন মূল্যে অধীনস্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।