অবৈধ অনুপ্রবেশ: ত্রিপুরায় বাংলাদেশীসহ আটক আট, ৫ জনই রামগড়ের বাসিন্দা

অবৈধ অনুপ্রবেশ: ত্রিপুরায় বাংলাদেশীসহ গ্রেফতার আট, ৫ জনই রামগড়ের বাসিন্দা

অবৈধ অনুপ্রবেশ: ত্রিপুরায় বাংলাদেশীসহ আটক আট, ৫ জনই রামগড়ের বাসিন্দা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধ পথে ভারতে গিয়ে ত্রিপুরার সাব্রুম পুলিশের হাতে গ্রেফতার হলেন খাগড়াছড়ির রামগড়ের একটি হিন্দু পরিবার। ওই পরিবারের পাঁচ সদস্যসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন খোকন দে (৪৮), স্ত্রী শিউলী দে (৪০), মেয়ে পুজা দে (২০), পুনির্মা দে(১২) ও পুজার এক বছরের শিশু পুত্র সৃজয় দে। এরা রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের সন্দ্বীপটিলার বাসিন্দা। এছাড়া সাব্রুমের মুহুরিপুরের বাসিন্দা খোকনের শ্বশুর শম্বু পাল(৬০), শ্বাশুড়ি নন্দিতা পাল(৫২) ও শ্যালিকা অর্পিতা বৈদ্য( ১৭)কেও গ্রেফতার করে সাব্রুম পুলিশ।

রামগড়ের লাচারিপাড়ার বিপরীতে সাব্রুমের বৈষ্ণবপুরের জলকুম্বা নামক স্থান থেকে ভারতীয় পুলিশ সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের আটক করে।

ভারতীয় সংবাদ মাধ্যম ও সীমান্তের ওপারের বিভিন্ন সূত্র জানায়, মঙ্গলবার (৫ নভেম্বর) আটককৃতদের সাব্রুম মহকুমা আদালতে সোর্পদ করার পর আদালত তাদেরকে বিলোনিয়া কারাগারে পাঠিয়ে দেন।

রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন ভারতে রামগড়ের হিন্দু পরিবার আটকের তথ্য অবগত নন বলে জানান। তিনি বলেন, সাব্রুমে বাংলাদেশি আটক হলে বিএসএফ অফিসিয়ালি জানায়। কিন্তু হিন্দু পরিবার আটকের ব্যাপারে তারা কোন কিছু জানায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।