কেএনএফের গুলিতে নিহত শহীদ সেনাসদস্য নাজিম উদ্দিনের নামে খাগড়াছড়িতে গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

কেএনএফের গুলিতে নিহত শহীদ সেনাসদস্য নাজিম উদ্দিনের নামে খাগড়াছড়িতে গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

কেএনএফের গুলিতে নিহত শহীদ সেনাসদস্য নাজিম উদ্দিনের নামে খাগড়াছড়িতে গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০২৩ সালের মার্চ মাসে বান্দরবানের রুমায় রাষ্ট্রবিরোধী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিনের নামে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নে শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) সকালে শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জ এর ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

কেএনএফের গুলিতে নিহত সেনাসদস্য মোঃ নাজিম উদ্দিনের নামে খাগড়াছড়িতে গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

এসময় খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল আবুল হাসনাত জুয়েল, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবানের রুমার রামজুতান টিওবি হতে টহলদলসহ রুমা জোন সদরের উদ্দেশ্যে যাত্রা করলে মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন গত বছরের ১২ মার্চ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে শাহাদাত বরণ করেন। তার এ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার নামানুসারে এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।