পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার সুবিদখালী এলাকায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত বলেন, উদ্ধার পিস্তল ও গুলি আমেরিকার তৈরি। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল সেটি নির্ধারণের জন্য তদন্ত চলছে। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।