রাঙামাটিতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটিতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটিতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রীতি ও উন্নয়নে স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান এবং জনহিতকর কার্য পরিচালনাসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নে সহযোগিতার অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর ) বিকেলে রাঙামাটিতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

জানা যায়, বিকেলে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জোনের ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী এর নেতৃত্বে এটি বিশেষ সেনাদল সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের চিতারডাক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বোর .২২ লং রাইফেল (চেকোশ্লোভাকিয়া) ১টি, সিলিং ১টি, এ্যামোঃ ২০ রাউন্ড ও ম্যাগাজিন ১টি উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনী আরো জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখে, সকল অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী, এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে স্থানীয় জনমনে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারে স্থানীয় অধিবাসীরা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং একই সাথে সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।