রাঙামাটির থেগামুখে বিজিবির অভিযান, ১ হাজার ৭৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ

রাঙামাটির থেগামুখে বিজিবির অভিযান, ১ হাজার ৭৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ

রাঙামাটির থেগামুখে বিজিবির অভিযান, ১ হাজার ৭৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বরকল উপজেলাধীন থেগামুখ সীমান্তবর্তী কর্ণফুলী নদী থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ১ হাজার ৭৫ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিজিবির ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধীনস্থ থেগামুখ বিওপি’র টহলদল গোপন তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৩৩৬/২-আরবি-২ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেগামুখ বাজার এলাকায় কর্ণফূলী নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় মালিকবিহীন ১০৭৪.৯২ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত কাঠ রাঙামাটি বন বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।