এ দেশে গলফ খেলায় উজ্জ্বল ভবিষ্যৎ আছে: সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
তরুণ প্রজন্মকে শৃঙ্খলা শেখাতে গলফ প্রশিক্ষণের গুরুত্ব আছে বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার রাতে কুর্মিটোলা গলফক্লাবে তৃতীয় গলফ টুর্নামেন্ট ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেক বিভাগের সেনারা গলফ খেলায় ভালো করছে। তরুণ প্রজন্মকে নিয়মানুবর্তিতা শেখাতে গলফ প্রশিক্ষণের গুরুত্ব আছে। এ দেশে গলফ খেলায় উজ্জ্বল ভবিষ্যৎ আছে।’
তিন দিনের টুর্নামেন্টে দেশি-বিদেশি ৬৫২ গলফার অংশগ্রহণ করেন। খেলায় প্রথম হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শফিউল কবির, রানার আপ অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আনিসুর রহমান এবং নারী বিজয়ী মিসেস এগনেছ সামালিয়ে নাকানজাকো।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।