মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, থানায় জিডি করলেন নাগরিক পরিষদের চেয়ারম্যান

মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, থানায় জিডি করলেন নাগরিক পরিষদের চেয়ারম্যান

মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, থানায় জিডি করলেন নাগরিক পরিষদের চেয়ারম্যান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেসবুকে বিভিন্ন ভুয়া পেজ ও আইডি হতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

গত সোমবার (১৮ নভেম্বর) বান্দরবান সদর থানায় তিনি এ জিডি করেন। যার নম্বর- ৭৮৩।

জিডিতে কাজী মজিবর রহমান উল্লেখ করেন, সত্যের প্রচারক, হিল বাংলা নিউজ ও বান্দরবানে কি হচ্ছে আইডি ও পেজ ব্যবহার করে তার নামে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্নহীন, বানোয়াট ও কু-রুচীপূর্ণ তথ্য প্রচার করছে। অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীগণ কর্তৃক এহেন কর্মকান্ডের ফলে তার সম্মানহানি হওয়াসহ সমাজের চোখে হেয় প্রতিপন্ন হওয়ার আশংকা রয়েছে।

এছাড়া, উক্ত পোষ্টগুলোর কারনে তিনি নিরাপত্তাহীনতায়ও ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।