আবার উত্তপ্ত মণিপুর

আবার উত্তপ্ত মণিপুর

আবার উত্তপ্ত মণিপুর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একজন ঠিকাদারকে ২৪ ঘণ্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

কারণ, লাইসরাম কমল বাবু নামের ৫৬ বছরের ওই ব্যবস্থাপক ইম্ফলে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য। তিনি ভারতীয় সেনাবাহিনীর ৫৭ মাউন্টেন ডিভিশনের একটি শিবিরে ঠিকাদার হিসাবে কাজ করছিলেন। লাইসরামের পরিবার জানিয়েছে, ৪৮ ঘণ্টা ধরে তার ফোন বন্ধ। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

লেইমাখং নামে যে জায়গায় সেনাবাহিনীর শিবির রয়েছে, সেটি মধ্য ও দক্ষিণ মণিপুরের মধ্যবর্তী দুই জেলার মধ্যে অবস্থিত। লাইসরাম এখানেই কাজ করতেন। এর একটি জেলা পশ্চিম ইম্ফল, যেটি মেইতেই অধ্যুষিত।

অন্যটি কুকি অধ্যুষিত কংপোকপি। সুতরাং তিনি কুকিদের হাতে বন্দি হয়েছেন বলে তার পরিবারের সদস্যরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।