৩ পার্বত্য জেলা ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য

৩ পার্বত্য জেলা ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য

৩ পার্বত্য জেলা ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিন পার্বত্য জেলা ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই হালনাগাদ সতর্কবার্তা জারি করে দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দফতর।

এতে বলা হয়, বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। বিশেষ করে এই জেলাগুলোর দূরবর্তী এলাকায় এসব ঘটনা ঘটছে। তাই পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেয়া হচ্ছে। পার্বত্য এই তিন জেলার পরিস্থিতি যুক্তরাজ্য ক্রমাগত পর্যবেক্ষণ করছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বিদেশী নাগরিকদের চলাচলের এলাকাগুলোতে নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা-সমাবেশেও এই হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে, যাদের ইসলাম পরিপন্থী দৃষ্টিভঙ্গি বা জীবনধারা রয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলা হয়, গত জুলাই ও আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে। এখনও রাজনৈতিক মিছিল ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। যা দ্রুত সহিংস হয়ে উঠতে পারে। তাছাড়া, আইন প্রয়োগকারী সংস্থার সাথে সংঘর্ষের শঙ্কা রয়েছে। বিক্ষোভ এবং হরতালের সময় অগ্নিসংযোগ, সহিংসতা এবং ভাঙচুর হতে পারে। এর ফলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।