চট্টগ্রামে সেনা অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নিউজ ডেস্ক
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত উভয় জন , আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস ছবুরের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মোহাম্মদ আবু হানিফ (২২)। তারা উভয় জন সহোদর।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্য ইয়াবা ব্যবসায়ী মিজানুর রহমান বাবু (৩৫) বাসা থেকে পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত দুই সহোদর কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ২ লক্ষ ১০ হাজার ইয়াবা এবং নগদ ১৮লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।
এসময় তিনি আরও জানান, ৫ আগষ্টের পর এটাই মাদকের বড় অভিযান। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।