যৌথ অভিযানে নানিয়ারচরে ইউপিডিএফ (প্রসীত)’র চাঁদা কালেক্টর আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে যতীন খীসা নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী । রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাউন্সিল পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যতীন একই এলাকার মৃত হারুণ খীসার ছেলে। এসময় তার কাছ থেকে চাঁদা আদায়ের ৩টি রশিদ বই , নগদ ৪ হাজার ৬ শত ৮০টাকা, ইউপিএিফ’র প্রাথমিক ঘোষণা বই, ১টি মুঠোফোন এবং জন্ম সনদ উদ্ধার করা হয়।
যৌথবাহিনী জানায়, রোববার রাত ৯টার দিকে উপজেলার কাউন্সিল পাড়ায় চাঁদা আদায়ের লক্ষ্যে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর যতীন অবস্থান করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে হাতে-নাতে আটক করা হয় এবং চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকাসহ তার ব্যবহৃত একটি মুঠোফোন উদ্ধার করা হয়। আটক যতীন দীর্ঘদিন ওই এলাকায় ইউপিডিএফ’র কালেক্টর হয়ে চাঁদাবাজি করে আসছে এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে সংশ্লিষ্ট সূত্রটি জানায়।
নানিয়ারচর থানার সহকারী পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।