খাগড়াছড়িতে নিখোঁজের এক সপ্তাহ পর গৃহবধূর মরদেহ উদ্ধার - Southeast Asia Journal

খাগড়াছড়িতে নিখোঁজের এক সপ্তাহ পর গৃহবধূর মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে নিখোঁজের এক সপ্তাহ পর প্রীতি রাণী ত্রিপুরা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকার ঝোপ থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে সড়কের পাশে ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর নিহতের স্বামী হরি শংকর ত্রিপুরা তাকে শনাক্ত করে। গত এক সপ্তাহ ধরে নিহত প্রীতি রাণী ত্রিপুরা নিখোঁজ ছিল বলে জানান তার স্বামী।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে জানিয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।