আদালতের নির্দেশে মাদক ব্যবসায়ীর মালামাল জব্দ - Southeast Asia Journal

আদালতের নির্দেশে মাদক ব্যবসায়ীর মালামাল জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আদালতের নির্দেশে কক্সবাজারের উখিয়ায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুল গণির বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি জব্দ করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী আবদুল গণি ওই গ্রামের সেকান্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুল গণি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। আদালতে তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিচারাধীন থাকলেও এসব মামলার ধার্য তারিখে তিনি গ্রেফতার এড়াতে অনুপস্থিত থাকেন। ২০১৭ সালের জিআর ৩২৩/১৭ মাদকের পৃথক দুটি মামলায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাদক ব্যবসায়ী আবদুল গণির অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল মনসুরের নির্দেশনায় এস.আই সিম্পু বড়ুয়া ও এ এস আই দিদারের নেতৃত্বে একদল পুলিশ ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে মালামাল জব্দ করে।

ঘটনার সত্যথা নিশ্চি করে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, আবদুল গণির বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী তার বাড়ি থেকে এলাকাবাসীর উপস্থিতিতে একটি ফ্রিজ, ওয়াশিং মেশিন, চেয়ার, আলনা, খাটসহ বিভিন্ন মালামাল (অস্থাবর সম্পত্তি) জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।