টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা যায়। নিহতরা হলেন- ওই উপজেলার হ্নীলা ইউপি লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিল মোহাম্মদ ও তার স্ত্রী জাহেদা বেগম।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে গেলে হামলা করে তাদের সহযোগীরা। আসামিদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এ ঘটনায় দুই আসামি ও তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তিনি জানান, ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি থ্রি-কোয়ার্টার অস্ত্র, আট রাউন্ড গুলি ও ১২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কক্সবাজার সদর হাসপাতালেo পাঠানো হয়। সেখানে চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন।