চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শাহাবুল গ্রেফতার

নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শাহাবুল হোসেনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
গত ১০ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহাবুল হোসেনকে দর্শনা থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারী, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নি সংযোগসহ বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে।
উল্লেখ্য , সাহাবুল দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত এবং বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত শাহাবুদ্দিন কে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইন কার্যক্রম সম্পূর্ণের জন্য দর্শনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
গত ৫ আগস্ট পরবর্তী সময় সাহাবুল হোসেন দর্শনায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার ত্রাস হিসেবে পরিচিতি লাভ করেছে। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প এর সত্যতা নিশ্চিত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।