ওকালতনামা না থাকায় চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন নামঞ্জুর

ওকালতনামা না থাকায় চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন নামঞ্জুর

ওকালতনামা না থাকায় চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন নামঞ্জুর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ওকালতনামা না থাকায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন গ্রহণ করেননি আদালত। বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি এগিয়ে আনাসহ তিন আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু ওকালতনামা না থাকায় আদালত সব দরখাস্ত নামঞ্জুর করেন।

বুধবার (১১ ডিসেম্বর) উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনটি দরখাস্ত দিয়েছিলেন আদালতে। এর মধ্যে একটি চিন্ময়ের মামলার শুনানি করার জন্য, আরেকটি নথি উপস্থাপনের জন্য এবং অন্যটি জামিন শুনানির তারিখ ২ জানুয়ারি থেকে এগিয়ে আনার জন্য। কিন্তু সেসময় তার সাথে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না। আসামির পক্ষে ওকালতনামা না থাকায় এবং ফাইলিং আইনজীবীরও লিখিত অনুমতি না থাকায় আদালত তার দরখাস্ত নামঞ্জুর করেন।

গত ৩১ অক্টোবর ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এ মামলায় গত ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ।

পরদিন ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলাবাহিনীর উপর হামলা ও ভাংচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা।

এ হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে গত ৩ ডিসেম্বর ফের জামিন শুনানি হলে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।