আর্মি এভিয়েশন গ্রুপকে আরও শক্তিশালী করার অঙ্গীকার সেনাবাহিনী প্রধানের

নিউজ ডেস্ক
আর্মি এভিয়েশন গ্রুপকে আরও আধুনিক, পেশাদার, যুগোপযোগী ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এভিয়েশন বেসিক কোর্স-১৩ এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
সেনাপ্রধান বলেন, জাতীয় যে কোন দুর্যোগে মানবতার সেবায় এবং ত্রাণ পরিবহন ও বিতরণে আর্মি এভিয়েশন গ্রুপ অনন্য ভূমিকা পালন করছে। উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিতে আরো আধুনিক হেলিকপ্টার ও উড়োজাহাজ বহরে যুক্ত করার আশ্বাস দেন তিনি। বলেন, আগামী দিনে আর্মি এভিয়েশন গ্রুপের সক্ষমতা আরো বাড়ানো হবে।
এবারের প্রশিক্ষণে ১৮ জন সেনা, ৪ জন নৌ এবং ২ জন পুলিশ বাহিনীসহ মোট ২৪ জন তরুণ আফিসার অংশ নেন। প্রশিক্ষণে তাত্ত্বিক বিষয়ের বাইরেও সফলভাবে মৌলিক বিমান উড্ডয়নের প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সেনা, নৌ ও পুলিশ বাহিনীর মোট ১৬২ জন অফিসারকে বৈমানিক হিসেবে প্রশিক্ষিত করা হয়েছে। অনুষ্ঠানে সেনা, নৌ ও পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকতাসহ গণ্যমান্য বেসামরিক অতিথিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।