বিএসএফ বন্ধ করার ২৪ ঘণ্টার মধ্যেই ফেনীতে পুনঃচালু হল সেচপাম্প

নিউজ ডেস্ক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় বন্ধ হওয়ার ২৪ ঘণ্টার ভেতরেই ফেনীর মুহুরী নদীর সেচস্কিমের পাম্প মেশিনটি পুনঃচালু করেছে স্থানীয় কৃষকরা। ফলে সেখানকার ১২০ একর জমির বোরো চাষাবাদের অনিশ্চয়তা দূর হয়েছে বলে জানা গেছে।
ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের সিও পর্যায়ে কথা বলে সেচ পাম্পটি পুনঃচালু করা হয়েছে।
স্থানীয়রা জানান, জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের কৃষকরা মুহুরী নদীর পানি দিয়ে প্রতিবছর তিনশ কানি জমিতে বোরো চাষাবাদ করে আসছিল। চলতি মৌসুমে বোরো চাষাবাদের জন্য বুধবার মুহুরী নদীর পাড়ে সেচপাম্প বসাতে গেলে বাধা দেয় বিএসএফ। এরপর বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানান তারা।
সেচপাম্পের লাইনম্যান কৃষক নুর মোহাম্মদ (৪৮) জানান, সেচ পাম্পটি চালু করা হয়েছে। গত ৪০ বছর ধরে এই সেচপাম্পের মাধ্যমে মুহুরী নদীর পানি দিয়ে এখানকার দুই শতাধিক কৃষক শীত মৌসুমে বোরো চাষাবাদ করে আসছে। বিএসএফের বাধার কারণে এবার সেচস্কিম বৃহস্পতিবার পর্যন্ত চালু করতে পারছিলেন না তারা।
স্থানীয় কৃষক সামছুল আলম(৫৪) বলেন, প্রায় ৪০ বছর ধরে সেচস্কিমটির মাধ্যমে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় বিষয়টি নিয়ে অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা। পুনঃচালু হওয়ায় এখন তা দূর হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।