‘বাংলাদেশী সন্দেহে ভারতজুড়ে বাঙালিরা হয়রানির শিকার’

নিউজ ডেস্ক
ভারতজুড়ে বাংলাদেশী সন্দেহে বিভিন্ন রাজ্যে বাঙালিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাবেক সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উদ্বেগ প্রকাশ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন তিনি।
অবৈধ বাংলাদেশী ধরতে ভারতের বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাটে গত কয়েকদিনে দুই হাজারের বেশি বাঙালিকে আটক করা হয়েছে।
অধীর চৌধুরী চিঠিতে লিখেন, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, পশ্চিম দিনাজপুর এবং ২৪ পরগনা জেলা থেকে বিপুল সংখ্যক বাঙালি শ্রমিকরা কাজের জন্য দিল্লি এবং অন্য রাজ্যে গিয়ে থাকেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসব রাজ্যে অভিযান চালানো হচ্ছে। কিন্তু সেই অভিযানের নামে দিল্লিসহ ওইসব রাজ্যে থাকা পশ্চিমবঙ্গের বাংলাভাষী শিক্ষার্থী ও পরিবারগুলোকে হয়রানি করা হচ্ছে,যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আবেদন জানান তিনি। তার অনুরোধ, ‘বাংলাদেশীদের চিহ্নিত করে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করুক, সেটা করতেই পারে। তবে পশ্চিমবঙ্গের বাঙালিদের হয়রানি করা বন্ধ করা হোক।’ কারণ, তারা ভারতীয়।
চিঠিতে অধীর আরও লিখেছেন, ব্রিটিশ শাসনের সময় থেকেই বেঙ্গল প্রেসিডেন্সি দেশের বৃহত্তম প্রদেশ ছিল। সেই সময় থেকেই বহু বাংলাভাষী মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন। এমনকি ১৯১১ সালে যখন ব্রিটিশরা ভারতের রাজধানীকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে, তখনও বিপুলসংখ্যক বাঙালি দিল্লিতে গিয়ে বসতি স্থাপন করেছিলেন। তাদের বংশধররা এখনও দিল্লিতেই রয়েছেন।
তার অভিযোগ, চেন্নাই, বেঙ্গালুরু, রাঁচি, পাটনা, উত্তরপ্রদেশসহ আরও বেশ কিছু রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিকদের বাংলাদেশী তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। বাংলায় কথা বললে ভাবা হচ্ছে তারা বাংলাদেশী। তারপর তাদের পরিচয়পত্র দেখতে চাইছে। এ ধরনের হয়রানি বন্ধ করা হোক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
অধীর চৌধুরী বলেন, বাংলা ভাষা বাঙালির অধিকার। তাই বাংলা ভাষাভাষীদের কোনোভাবেই হেনস্তা করা যাবে না। এই হেনস্তা বন্ধ করুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে অধীরের হঠাৎ চিঠি দেওয়াকে অনেকেই রাজনৈতিক ও হিন্দু ভোট পক্ষে টানার চেষ্টা হিসেবে দেখছেন। দিল্লির বর্তমান শাসক দল আম আদমি পার্টির ওপর বাংলাদেশ ইস্যু নিয়ে কিছুটা চাপ বাড়াচ্ছে কংগ্রেস নেতা অধীরে চিঠি। দিল্লির সরকার যখন বাঙালি তাড়ানোর অভিযানে নেমেছে, তখন ওই একই ইস্যু নিয়ে সেখানকার বাঙালিদের মন পেতে অধীরের নেতৃত্বে জাতীয় কংগ্রেস চিঠি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের লোকসভা আসনের সাবেক এমপি।
সূত্র: আমার দেশ অনলাইন।