সিলেটে ৬ মাসে ১১৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

নিউজ ডেস্ক
সিলেটের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে রেকর্ডসংখ্যক চোরাই পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। গত ছয় মাসে ১১৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ। যা বাংলাদেশে ৫৪ বছরের ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ইতিহাসে প্রথম।
গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরে ৪৮ বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন অধিনায়ক। মতবিনিময় সভার পর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্ত সংক্রান্ত অপরাধ ও অন্যান্য বিষয়ে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় সভা হয়। এরপর সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পে ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ, বিজিবির ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল কর্মকর্তাসহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সুজয় চৌধুরীর মাধ্যমে সীমান্তবর্তী সহস্রাধিক মানুষের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা-ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। সভায় জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি), কানাইঘাট-জৈন্তাপুর সার্কেল এএসপি, বিজিবির সহকারী পরিচালকসহ জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদ, বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধের বিষয়ে বিজিবির সতর্কতায় উপস্থিত সবাই একমত পোষণ করেন। স্থানীয় জনসাধারণ পাথর কোয়ারি চালুকরণ ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে চোরাচালান নিয়ন্ত্রিত হবে বলে মত প্রকাশ করেন।
এ বিষয়ে পয়েন্ট উত্থাপন করলে অধিনায়ক বলেন, প্রশাসন, পরিবেশ, খনিজ সম্পদ ও অন্যান্য সংশ্লিষ্ট সকল সংস্থা কাজ করছে। আশা করি দেশ ও জনগণের মঙ্গল হয় এমন একটি ফলাফল পাওয়া যাবে।
মো. হাফিজুর রহমান জানান, দেশের স্বার্থে বিজিবি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। গত ৫৪ বছরের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-ডিসেম্বরে ছয় মাসে রেকর্ড সংখ্যক চোরাচালান জব্দ করা হয়েছে। সকলকে আইন মেনে সৎজীবনযাপন করা এবং দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করবেন। সকলে একত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী বলে তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।