টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজার টেকনাফের উনচিপ্রাং এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃত মাদক কারবারী হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পূর্ব পাড়া এলাকার সাইফুল হক এর ছেলে মোঃ তারেকুর রহমান মানিক (২২)।
র্যাব জানিয়েছে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ তারেকুর রহমান মানিক নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং অজ্ঞাত আরো ২/৩ জন মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে তল্লাশী করে তার হেফাজতে থাকা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী জানায় যে, সে এবং পলাতক অজ্ঞাত মাদক কারবারীদের পরস্পর যোগসাজশে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করতে ছিল।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান- উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
