বান্দরবানে সেনা টহলে কেএনএফের গুলি, এক সেনাসদস্য আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার দেবাছড়ি এলাকায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে একজন সেনাসদস্য আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত সেনাসদস্য হলেন- মো. শাকিল হোসেন।
জানা গেছে, কেএনএফের ছোড়া গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হন শাকিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়।
এদিন বিকেলে রুমার দেবাছড়ি এলাকায় কেএনএফের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহীনির একটি দল। পরে পাইন্দু খাল এলাকায় অভিযানের সময় আভিযানিক দলের ওপর গুলিবর্ষণ করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনটি। এতে শাকিল নামের ঐ সেনাসদস্য গুলিবিদ্ধ হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।