চট্টগ্রামে অবৈধভাবে পাচারকালে ২৯২.৬২ ঘনফুট কাঠ জব্দ করল বিজিবির রামগড় জোন

চট্টগ্রামে অবৈধভাবে পাচারকালে ২৯২.৬২ ঘনফুট কাঠ জব্দ করল বিজিবির রামগড় জোন

চট্টগ্রামে অবৈধভাবে পাচারকালে ২৯২.৬২ ঘনফুট কাঠ জব্দ করল বিজিবির রামগড় জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে পাচারকালে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে অভিযান পরিচালনা করে ২৯২.৬২ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট থেকে এসব কাঠ জব্দ করে বিজিবির কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত সদস্যরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোন (৪৩ বিজিবি) এর অধীনস্থ অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট এর সামনে হতে মালিক বিহীন ২৯২.৬২ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষে জব্দকৃত কাঠ নিকটস্থ সীতাকুন্ড বনবিটে জমা করা হয়েছে।

রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *